কাব্যানুশীলনে জয়ীতা চক্রবর্তী আচার্য

বৈশাখী ঝড়
হঠাৎ নেমেছে অন্ধকার—- সমস্তদিনের বিষাদে
আমরা হৃদয়ের চোরাস্রোতে,
গুপ্তসাম্রাজ্যের দলিল
ক্ষণিকের ঝড়ে যেন, বিষণ্ণ একাকিত্ব।।
দাঁড়িয়ে আছি প্রতীক্ষাতে, রঙিন ছবি
উষ্ণতাতে আমার ঝাপসা হলো দৃষ্টি।
এলোমেলো অফুরান পথ পথেই চেনাজানা !
দিন পেরিয়ে আঁধার ঝিকিমিকি।
তারার ভিড়ে থমকে আছে,
জ্যোৎস্না-রাতে,অন্তবিহীন মিথ্যে।
উড়ে যায় কথাদের ভুল, ক্ষতের আলাপ
আঁধারের গল্পগুলো রোদকথা মাখে
ছিঁড়ে যায় হৃদয়ের ব্যথা, ঋতুদিন বয়ে যায় অনুযোগ অভিমানে।
পথ শুধু ভিজে গিয়ে নির্বাক নিশ্চুপ! জমে ওঠে মেঘলা মুহূর্ত ঋণ …
নিভৃত দূরত্বের…সূর্যাস্ত নামে
বিসর্জিত হয় আমার অযুত কথারা …
রঙহীন এক ঘর্মাক্ত বিষণ্ণতার !
একাকীত্বের নগ্নতায়, আলিঙ্গনে আবিষ্ট
শরীরের উষ্ণ নৈকট্যে শিউরে উঠি
চুম্বনের শেষে…অনুভব করি এক অতলান্ত অপ্রেম?
নিজেকে এলোমেলো সাজিয়ে ,
কলঙ্ক শায়িত হোক, রাত্রি অন্ধ হয়ে যায়
আলিঙ্গনবার্তায়।।