T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় জয়ীতা চক্রবর্তী আচার্য

এক পশলা বৃষ্টি
স্রোতস্বিনী পাহাড়ি ঝরণা
কল্পনায়, মেঘ আঁকতে চাই
তুমি ই এক সম্প্রসারণ
ফের গভীর রাত
ভিন্ন ভিন্ন খেলা সব কিন্তু নখদর্পণে,
আড়াআড়ি,পশ্চিম দিগন্তে পূর্ণিমার চাঁদ ।
প্রকৃতির বিচিত্র খেয়ালে, হঠাৎ
আকাশে মেঘের গর্জন,এক পশলা বৃষ্টি!
প্রকৃতি ও প্রেমিকের এই খেলা
এক একটা গোধূলি সাজাচ্ছে
জ্বলন্ত অঙ্গার ছুঁতেও আপত্তি নেই
ঠোক্কর খেতে খেতে খুঁজে দেখি ক্ষতস্থান
হাজারো বাস্তবের সামনে কেমন ম্লান!
মেঘ উঠেছে পশ্চিমাকাশ জুড়ে,
নিঃসঙ্গ বিস্তার,
নগ্ন অন্ধকারের ঘনিষ্ট পথ
বহু বেদনার।।