কাব্যানুশীলনে জয়ীতা চক্রবর্তী আচার্য

জীবন, আলো খুঁজে পায়
চশমা দু’চোখে পরে,
অবশিষ্ট দু একটি তারা।
সন্ধ্যায় আকাশে ধ্রুবতারা
নিরবধি অঘ্রাণের শিশির।।
উত্তর থেকে দক্ষিণের পথে যাত্রা
বুকের ভেতর অন্ধকার..
ভালবেসে, বধির নিশ্চুপ হৃদয়।
গল্প আর বিশ্লেষন,
স্বপ্নহীন চোখ,
কত প্রশংসা পাঁচালী।
আমার উঠোন ফাঁকা।
সময়ের কাছে আমি হেরে যাই
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে
একসময় বিন্দু হয়ে মিলিয়ে গেল।।