দিব্যি কাব্যিতে জয়ন্ত চট্টোপাধ্যায়

সেই কবিকে
এখনো চেতনা জুড়ে কবিতার জলচলধ্বনি
নিবিড় সাধক মৌনপ্রায় বেদনায় দেখেন লেখনি
হয়তো দেখেন অক্ষরের জালবোনাবুনি
কলম এখনো চেনে জাদুকরহাত
ক্ষণজীবী চেতনারা শ্যাওলাপুকুরে স্থির জলে
বুজকুড়ি কাটে বাতাসবিহারী
মাঝেমাঝে জাল বোনে অষ্টপদী ঠোঁট
স্নায়ুঝড়ে ছিঁড়ে যায় লালিতবিষাদ
ফুলেল বসন্ত আজও প্রাণের গভীরে
পাতা ঝরে টুপটাপ মন্দ হাওয়ায়
বুনোগন্ধ ভেসে আসে নামহীন ফুল
স্মৃতি জাগরূক মুহুর্মুহু পুলকচাবুক!
সাদা পাতা বুক পেতে আদুরে কাঁটায়
কলঙ্কচিহ্ন পাবে অপলক চায়।