দিব্যি কাব্যিতে জয়ন্ত চট্টোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রবাদ
প্রথমে সাক্ষাৎ,দ্বিতীয়বার দৈবাৎ,তৃতীয়ে সংঘাত…..
শিকাগোর গুন্ডাদলে প্রচলিত প্রবাদটি মনে পড়তেই
আমার হতাশা উধাও।
রবি ঠাকুরের মতো ব্যথা নিয়ে কারও দ্বারে নয়
নবীনচন্দ্র বসুর কাছেও পাতি না আশা-র হাত।
সাক্ষাৎ : হঠাৎ দ্যাখা হয়ে গ্যাছে চোখাচোখি আর
শব্দ বিনিময়। কৌতূহল।
দৈবাৎ : এবারেও সমস্যা নেই আশা আছে,আশঙ্কাও।
আমরা পান করি গান করি রঙ্গ এবং ব্যঙ্গ।
ঝিলিক দেখি।
সংঘাত : শেষ পর্যায়ে মুখোমুখি উত্তাপ ভাঙে
প্রত্যাশার চাঁদ। খানখান।
বেরেত্তা পিস্তলের জবাবে ওয়ালথার পিপিকে চ্যালেঞ্জ।
মেক্সিকান ডুয়েলে কোনো প্রেমগন্ধ নেই।
প্রবাদে রক্তের ছোপ।কবিতা থ্রিলার নিয়ে পানশালা….
সিন্টু দাসের বডি ল্যাংগুয়েজ বদলায়।
নাইট বারের আলো জ্বলে।
মেক্সিকান ডুয়েলের ক্লিপে আমি মশগুল…….
ভীতু লেখক অক্ষরে মাখান আগুন রঙের থ্রিল
চারদেয়ালের দুর্ভেদ্য সুরক্ষায়।