সাতে পাঁচে কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়

অঘ্রান
সারাদিন আমি ডুবে থাকি তোমার মধ্যে
একজন, আগন্তুক, কজন বাউল, একজন প্রেমিক
জানি না তোমার ভেতর কি করছে?
আমি বেশ শুনতে পাই আমার অধঃপতনের কথা
তোমার ভেতরেই আমার সূর্যাস্ত, আমার গোপন সখা
তোমার ভেতরে ডুবে আছি, তুমি আমার অবাক পৃথিবী,
তুমি আমার দুয়ার খোলা ঘর, আমার রাতের ছবিটি,
আমার সারা গায়ে তোমার ঘাসের ঘ্রাণ
আমার শরীর ফেটে বেড়িয়েছে ভালোবাসা
বেরিয়ে এসেছে আরেকটা অঘ্রান।।