T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় জবা চৌধুরী

অন্য দুর্গা
দুর্গাপূজোর এক শারদ প্রাতে যেদিন অন্য দুর্গা এলো ধরায়
সেদিন খুশির জোয়ার প্লাবন হয়ে দুখী মায়ের বুকটি ভরায়
দেবী দূর্গা সকলের আর অন্য দুর্গা হলো এক দুঃখী মায়ের জগৎ।
ভাঙা ছাউনির অবারিত পথ নিয়ে এলো এক নতুন শরৎ।
বয়স তখন ছয়।দেবী মায়ের আসার মাত্র দু’দিন তখন বাকি
ঘরের মা যেন কোথায় হারালো — দিয়ে মেয়েকে ফাঁকি।
খুঁজলো মা’কে ছোট্ট ভীরু মন, যেদিকে দু’চোখ যায়
দরদী মাসি এসে দাঁড়ালো পাশে —ক্ষিধের জ্বালা মেটে তায়।
দুর্গার তখন পা যৌবনে, রূপ যেন ঝরে পড়ে
মাসি সপেঁ দিলো তাকে মুখে হাসি মেখে কুৎসিত গহ্বরে।
সেই থেকে দুর্গা রোজ মরে রাতে, খোঁজে আশা দিনভর
দিনের সমাজ বলে তুই কলঙ্কিনী, কে নেবে তোকে ঘর?
আমরা মাটির দুর্গাকে মাথায় রাখি, জ্যান্তকে ফেলে পায়ে
মুখোশে সাজাই নিজেকে বড়ো, সুগন্ধি ছড়াই গায়ে।
দেখি না কখনো নিজ সন্তানকে সেই দুর্গার মুখে ফেলে
শুধু ধনে-জনে আর সুখে-সম্পদে ধনী সন্তান চলে l
কত ‘জীবন’ দেখে না জীবনের মুখ আমাদেরই শত ভুলে।