এই জ্বলন্ত উনুনের ভিজে ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট হচ্ছে
দশ দিগন্ত ঘিরে ফেলেছে আমায় সারি সারি ম্যানগ্রোভ
বৃষ্টির আওয়াজে নদীর পার ভাঙ্গা শব্দ
চাঁদের আলো ছুটছে অন্ধকারের খোঁজে
আমি শ্মশান যাত্রী হয়ে অবিরাম চলে যাচ্ছি মৃতদেহকে খুঁজে
এখন আমার দুচোখে শুধু বিস্বাদ আর বিপন্নতা
সমস্ত স্বপ্নের সাঁকো ভেঙে চুরমার
আমার লম্বা বুকের দালানে কেবল তুমি দাঁড়িয়ে আছো একা
আগাছার মতো বুনে দিচ্ছ জ্বলন্ত গাছ
আমার ঘরের দেওয়াল জুড়ে গোটা একটা আকাশ
এই একরত্তি পৃথিবীকে কেন বল তো ভালো লাগে না আমার ?