সাতে পাঁচে কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়

দুপুর:
শোনো আমার আর সয় না এই অথৈ দুপুর
শরীরে বাঁধভাঙা ঘাম, পিঠে বুকে আছড়ে পড়া সুখ, লাল নীল শিরা ছিঁড়ে খুঁড়ে দাঁড়িয়ে থাকে একলা রাত্রি, তোমার মুগ্ধ স্পর্শ উঠে আসে
নিঃশেষে আমার আঙুলে
এক মানুষ সমান নিঃশ্বাসে থৈ থৈ করছে মেঝে
দুরন্ত আরামের পর ও বড়ো ক্লান্ত লাগে
এত স্নান ছিটকে ওঠা স্পর্শ সুখ
তবু কেন নিরাশ্রয় লাগে,
গড়িয়ে পড়ছে চারিদিকে এলোমেলো ঘরদোর
কবিতারা সংকুচিত হয়ে আছে বুকের ভেতর
কত অভিমান লেগে উপচে ওঠে ফুটন্ত দুপুর।।