T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়

রবি বন্দনা – ২
আবাহনী মুদ্রায় ডেকেছি তোমাকে
ধ্যান মুদ্রায় গভীরে খুঁজেছি
এতদিন মূর্তিখানি নান্দনিক বিভার উজ্জ্বল
সাজিয়েছি অপার মুগ্ধতায়
আরাধ্য লাভের আশায় গেঁথেছি মন্ত্রের মালা
তুমি দুচোখের মাঝে জাগো শিবের নয়নে
জীবন দেবতা
আজ প্রজ্ঞাপিত দায়িত্বের ভার ঠেলে বহুদূর
যাত্রা শেষে তোমাকে চেয়েছি
এখনও বেশ দূরপথে তোমার সান্নিধ্য মাগি
তুমি আর নিমগন্ধ মধুগাছ
রেণুতে রেণুতে বাজে বেণু
আজ কথা আর সুর মুক্ত অনুভব
শুধু রবীন্দ্রময়
সবকিছু তোমার রঙিন
প্রসাদনে সাধিত হও প্রাণের দেবতা।