যদিও নদীটি খুব ছোটো তবু তার সুরে আছে জাদু ঢের
যদিও ঘোলা জল শ্রাবণে তবুও ডাকে সুর আগুনের
খুনসুটি তরঙ্গ থামে না শরপাতা প্রতিকূল দুলে যায়
আয়নায় ভাঙা ছবি ঝিকমিক আজ তারা চোখ রাখে জ্যোৎস্নায়।
ঘাসবন জুড়ে দেখি হাওয়া বয় জোনাকিরা ছুটে আসে ঝাঁকে ঝাঁক
কিছু দূরে বাঁক আছে নদীটির সেইখানে কোন পাখি দেয় ডাক?
বেদনা জরোজরো এই রাত সেই তো সঙ্গিনী আজ রাতে
দরোজা নিরুদ্ধ মগজে কেন্দ্র অভিমুখ টান জাগে।
সে ও কেন্দ্রিত এক পথে স্বপ্নপূরণের প্রিয় বাঁক
যা কিছু ছুঁড়ে ফেলে যেতে চাই ভুলের খেয়ালই আজ থাক।
এক একটা রাতে নদী রাক্ষসী বিরক্তি নিয়ে বলে যাও যাও
আমিতো বহতা রয়েইছি আর যা কাজ আছে সেরে নাও।