|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়

শ্রাবণ ২২,১৪২৯ 

দুঃখ জয়ের মন্ত্র শিখিয়েছো জীবন দেবতা
কোমলে-বিষাদে প্রতিজ্ঞাদৃঢ়তায় অটল তাপস
কতবার মৃত্যু তোমাকে বিক্ষত করে
পুনর্নবা বীরুৎ হয়ে মৃতুঞ্জয় তুমি
অপরাজেয় প্রত্যয় দিয়েছো।
ভরসা-আলোয় সংশয় সরিয়ে বিশ্বাস রেখেছি,
বিনয়ের অব্যর্থ অস্ত্র জয়ের ঠিকানা চেনে।

তবু,লোভ আর মিথ্যার দাবানল সর্বভুক হয়ে
সব গিলে নেয়
ক্রমিক হড়পা বানে ভেসে যায় প্রতিরোধ
বলো,কোন পথে বাঁঁচবে মানুষ ?

২২ শে শ্রাবণ এলে বুঝি,মৃত্যুপাহাড়ের খাদে
দাঁড়িয়েছি,পিছন ফেরার সাধ্য নেই
শুধু পাথরের বুকে লিখে যেতে চাই দীপ্ত প্রতিবাদ
তুমি তার ভাষাটুকু দাও হে প্রাণের ঠাকুর !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।