তুমি আমার শরীরে লেগে আছো বন্যার গায়ে খরার মতো
চাঁদের আলোর বুকে স্মৃতিহীন অন্ধকারের মতো
আকুল স্পর্শের গায়ে অস্পৃশ্য দাগ হয়ে
মেঘের গায়ে গুমরে ওঠা রোদ্দুর হয়ে
উল্কার স্ফুলিঙ্গের ভেতর অন্ধকারের ছবি হয়ে তুমি দাঁড়িয়ে থাকো
তোমার ধারা জলে আমার বীজ থেকে ওঠে অফুরন্ত গাছ
আমার পাশে থাকো ভূমিকম্পের মতো
তুমি আমার সুখের সন্ত্রাস।।