দিব্যি কাব্যিতে জয়িতা চট্টোপাধ্যায়

ভাবনার অতলে
তোমার জন্য ভুল কুড়িয়ে নিলে
ছোঁয়াচে লাগা উষ্ণ প্রেমের দিলে
ভুল করেই বলব ভালোবাসি
তুমি ও তখন হাসবে অমন হাসি
তোমায় আমি দুঃখ দিয়ে ছুঁলে
যেমন করে সুবাস মাখা ফুলে
তোমার বুকে ডোবাই যদি ঠোঁট
তবুও আমায় বলবে তখন ‘ওঠ’?
তোমার জন্য খানিক মায়ার ছলে
বুকের ভেতর মেঘের ছায়া বলে
তোমায় আমার ভীষণ রকম চাই
ভেবো না আবার সবটা অযথাই
আমার জন্য কান্না ভীষণ পেলে
আসতে পারি আস্ত আকাশ ফেলে
দুয়ারে তোমার দাঁড়িয়ে যদি রই
বলো না আমায় আমি কি কেউ নই?