কাব্যানুশীলনে জয়ীতা চ্যাটার্জী
by
·
Published
· Updated
ছায়ামোহ
আজ মোমের আলোর মতো দেহ
অতিশয় আবছা বিবর্ণ
তোমার সামনে প্রাণান্ত লজ্জা
স্মৃতির নিকটে তুমি আলো হয়ে ফুটে ওঠো
ক্লান্তিহারা চাঞ্চল্য প্রার্থনা , আমার একটাই
আমার এই গূঢ় ইন্দ্রজালের শরীরের আরও কাছে এসো
দীর্ঘশ্বাসে ভরা এই পৃথিবীতে
অশরীরী ছায়ার মতন
আমার অবস্থান , আদিগন্ত রাতের নির্জনে
মিশে যাই আমি বায়ুস্তরে
ছয়ামোহ থেকে তোমাকে ফেরাতে চাই
শরীর থেকে ঝড়ে যাচ্ছে কান্নার সাগর
তুমি আজ অশরীরী কেউ
বুকের উপকূলে তোমার জ্বলজ্বলে উপস্থিতি
যত দূরে যাই আমাকে তাড়া করে বিস্তৃতির ক্রুর ঢেউ
বেছে নিই আগুন তোমাকে সড়িয়ে দিতে পারেনা ওরা কেউ।।