T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়

পাকদণ্ডি
পূরক রেচক শেষে কুম্ভকে আসি
তখন ফুটেই ছিলো পদ্মের সহস্রদল
অথচ কাছেই মানসকৈলাস
বরফের খাঁজে খাঁজে ব্রহ্মকমল
মৌনি শিবের মুখ পাবো তাই পুষ্পপত্রে
চোখ পেতে রাখা…..
অদ্ভুত সাহেবিমুখ মৃদু হাসে
বলে,আমিতো মহাদেব নই,আমি তোমার
আজন্মের বাসনাবিলাস ঘুমিয়েছিলুম
মনের ভিতর।
তুমি আনমনে ডেকেছো আমায়।
আমি দানব মানব দেব সব হতে পারি
তুমি চাইবে যেমন।
আমি স্থিরনেত্র হই অচেনা শিহরন
পোড়ায় আমাকে।
হঠাৎ কেন্দ্রাতিগ বল ঘোরায় দিশা
শরীর মন অজানা সূর্যের দেশ
পাক খায় পাক খায়
বেহদিশ গতি……..
চিৎকারের শব্দবিন্দু কুড়িয়ে নেয়
শ্মশান বন্ধু যত কঠিন হৃদয়……
আমি কীসে লুপ্ত হই অনিশ্চিত
কলা নাকি কোশ যৌগ মৌল…….
বায়ু না আগুন জল
কিছুই বুঝিনা।