মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১১
বিষয় – গাঁটছড়া
দুজনে
দুজনে, কোন এক বর্ষামুখর সন্ধ্যায়
বাঁধা পড়েছিল বিবাহের পবিত্র বন্ধনে।
কিছু সুখের স্মৃতি কিছু দুঃখের স্মৃতি
পৌঁছে দিল এমনই দিনে।
জীবন সায়াহ্নে আজ শুধুই দুজনে।
সেদিনের সেই সদ্য যৌবনে পা দেওয়া কিশোরী
অদ্য পরিপূর্ণ এক নারী।
আর সেই নবীন যুবক চলনে বলনে
সত্যিই সে এক পুরুষসিংহ।
দুজনের মতের মিল টা বড্ড জীবন্ত
তাই রাগে অনুরাগে অতিবাহিত বেশ কতোক বসন্ত।
সাংসারিক জটিলতা কুটিলতা ছুঁয়নি মন
তাই সরলরেখায় জীবনযাপন।
ভালোবাসা——- মনের এক বিশেষ অনুভূতি
গভীরতার মাপকাঠি
গোপনীয়তায় রয়েছে চাবিকাঠি।
বিনি সুতোয় বাঁধা অদৃশ্য দুই হৃদয়
বাঁধনের মজবুতি যত্ন আর ভালোবাসায়।
চিরন্তন ধ্রুব সত্যের স্পর্শ পাবে জীবন
কোন একদিন
সেদিনও রইবে শুধু দুজনে
শুধুই দুজনে।