কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

চিঠি
এক এক করে সব কাজ সেরে নিতে হবে।
এক এক করে সব কাজ…
যা কিছু করার ছিল
যা কিছু করা হয়নি
আর দেরি নেই
মর্গ থেকে বেরিয়ে এসেছে
ওরা
অপরাজিত মৃতের দল
অবিরত চেনা মুখ
ছাতিমের নীচে
ভীড় করে ওরা
ছিন্ন মাতৃভূমি
কোথাও কোনো বসত নেই
কোথাও কোনো আড়ত….
কুপি জ্বেলে বসে
হলুদ পোস্টকার্ডে লিখেছে
স্বপ্নের কথা
রেখে আসে বন্ধ ডাকবাক্সে,
লাল
তারপরে
একে একে সকলে আসবে
ফিরে ফিরে দেশে দেশে
মর্গের বিষণ্ণতা ছেড়ে স্বপ্ন
গড়ার কাজে।
পক্ষিরাজ ডানা মেলে আকাশে এখন আর
দেরি নেই।