কবিতায় জবা ভট্টাচার্য

যাবনা এখনই
নত হয়ে আছে তুমুল প্রাত্যহিক যাপন—
দীর্ঘ দিনাতিপাতের শেষটুকু, হে একাকীত্ব
তোমাকেই দিলাম।
গাঢ়স্বরে অন্ধকার ডাকছে আমায়—
বরণ করে নিতে চাইছে, আশ্চর্য স্তব্ধতায়
মৃত্যুর মহার্ঘ সৌন্দর্যের অনির্বাণ শিখায়
গীর্জার ঘন্টাধ্বনি শুনতে পাচ্ছি
ঠিক বাইশে শ্রাবণের মতো—
ঈশ্বর, তোমার হাতে তুলে দিলাম আমার
অর্জিত সম্পদ,
অন্তর্লীন বিষাদ আর তুলসীচন্দনের প্রেম
নির্ভার আমি
যাবনা এখনই
মোহনার গান এখনও শোনা হয়নি যে আমার।