মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৮
বিষয় – লেখা
কবির কলমে
কবি তুমি সুন্দরের পূজারী
কলমে তাই ফুটিয়ে তোলো
প্রকৃতির নানান ছলচাতুরি।
কবি তুমি ন্যায় ও সত্যের প্রতীক
কলমে তাই ফুটিয়ে তোলো
অন্যায় আর মিথ্যে কতটা পারস্পরিক।
কবি তুমি প্রতিবাদে উন্মুখ
কলমে তাই ফুটিয়ে তোলো
অন্যায় আর অত্যাচারের রক্তাক্ত মুখ।
কবি তুমি ভালোবাসার দূত
কলমে তাই ফুটিয়ে তোলো
প্রেম প্রীতি ভালোবাসায় কতটা সুখ।
কবি তুমি ঐক্যের বাঁধন
কলমে তাই ফুটিয়ে তোলো
দিশেহারাদের মনে সাম্যবাদের গান।
কবি তুমি অমূল্য
কলমের ফুটিয়ে তোলো
জীবনে বাঁচার মূল্য।