কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

বিকেল
“কোনোদিন এসো না দুয়ারে”,কথা শুনে শুভেচ্ছার মতো ঝরে পড়ল আমের মুকুল।
পথের পাশে অপরিবর্তনশীল গরম হাওয়া।বাসন্তি দুয়ার বন্ধ হয়েছে কোনও সংকলিত অনুপ্রাশের আঘাতে।
এখন বড়ো দুঃখের দিন।একে অপরকে আঘাত শানায় প্রতিদিন।
আমি তো তালিকাবিহীন ঈশ্বরী,
স্বেদবিন্দু দিয়ে লিখে রাখি অসৈরণ।
লিখে রাখি দিনক্ষণ সব।
ইতিহাস সমাপ্ত হতে দেরি আছে আরও
আরও গ্লানি আরও
কায়- ক্লেশ সাথী হোক
এভাবে ঋতুর শেষে শেষ ট্রেন এসে যাবে একটু পরেই,
তার আগে ভাল হোক
যে যা চায় তাই হোক
এইটুকু চেয়ে পথের ক্লান্তির মতো বিদায় চায় সুবাতাস
খিরকি দুয়ার ছেড়ে চলে যায়,খুব দূরে
ভাল থেকো আসি তবে প্রিয়
এই কথা বলে।আসি তবে।