কবিতায় জবা ভট্টাচার্য

ভালোবাসা
যখন ঘুমের মশারি সরিয়ে
আলো ফোটে পূবদুয়ারে
তখন আমার ভালোবাসতে ইচ্ছে করে।
তোরও কি হঠাৎ কিছু মনে পড়ে?
আমার পথ আজ ফিরতে চাইছে
তোর শান্ত নিকোনো উঠোনে, লক্ষ্মী পায়ের ছাপে
যেখানে ভোরের রক্তরাগে, তোর বুকের গোপনে
স্বপ্নটুকু গচ্ছিত রেখে, ঘুমিয়ে পড়ে মারিয়ানা ক্ষত।
অথবা চেতনার গভীরে,
এ যেন এক পাগলপণ ভালোবাসা
অপার্থিব কবিতার পংক্তিমালা হয়ে
ফিরে আসে বারবার।