T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় জবা ভট্টাচার্য

বিশ্ব কবিতা দিবসে
শব্দগুলো মাথার ভেতর হাঁটে
শব্দগুলো মাথার ভেতর দাপায়
কবিতা হয়ে ওঠেনা।
শব্দগুলো প্রাণ পায়না, জমাট বেঁধে থাকে
কাব্যগ্রন্থের পাতায়।
কিছু সুস্থ দীর্ঘ সম্পর্ক নির্বাহের স্বপ্ন
হয়ে ওঠে শব্দের পাপ—
যন্ত্রণার হিংস্র দাঁতে ছিন্নভিন্ন সম্পর্ক ভেঙে গেলে
শব্দও ভাঙে কিছু—
এরপর, বিক্ষোভের দেওয়ালে পিঠ ঠেকলে, দেখো
শব্দের মিছিল খোলা রাজপথে।
আজকের দিনে, একটা কবিতার পোস্টমর্টেম করো
রিপোর্ট পাবে, কিছু শব্দঋণ
আর শত শত মানসিক চাবুকের ক্ষত।