T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় জয়িতা ভট্টাচার্য

নিরাময়
প্রায় ব্যাধির মতো গ্রাস করেছ একটু একটু করে।প্রায় ধ্রুবতারার মতো আত্মসমর্পণ।পথে পথে মাধুকরী।দিন আসে দিন যায়।একা একা,একা।নক্ষত্র নিলয়।ওরা হাঁটে।ওদের পেছনে হাঁটে গোটা দেশ।প্রাচীন সূর্যের মতো ঢেকে আছে গ্রাম।প্লাস্টিকের নিচে জড়োসড়ো সুক-সারি।জলের তলায় সংসার পেতেছ।ছায়াহীন।অনুদানহীন।একটি কোটালে ঘরহীন।জলে জ্বলে গান।জ্বলছে শহর।পাতার গায়ে নিয়ন।নির্ঘুম বেড়াল পায়ে পায়ে হ্যামলিন থেকে বৃন্দাবন।মিছিলে বুক পেতে দিয়েছে রেবা সরকার।দিন শেষে
শকুন্তলা ফিরিয়ে দিয়েছে তার বর।অসুখী বিশ্ব কাঁদছে,অথচ শুশ্রূষা তোমার হাতের পাঁচ।