T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় জয়দেব বেরা (রামধনু)

চোখ
আজও তোমার চোখে দেখি জ্যোৎস্নার উজ্জ্বলতা,
যখন তুমি তারাদের মতো আড়াল চোখে তাকাও
তখন এ-মনে প্রেমের বর্ষা নেমে আসে!
ভালোবাসার মায়া গুলো মেঘ হয়ে-
তোমার চোখের আকাশে ভেসে বেড়ায়,
ইচ্ছে করে পাখি হয়ে ওই মেঘে মিশে যেতে।
আফিমের মতো তোমার চোখের নেশায়
আমি আজও নেশাসিক্ত হয়ে তাকিয়ে আছি।
মরুভূমির ছোট্ট চারা গাছ গুলোর মতো
তোমার চোখের পাতা গুলোও সুন্দর।
ছোট্ট শিশুর কোমল হাসির সৌন্দর্য-
ফুটে উঠে তোমার চোখের পলকে।
রামধনুর দেশে আমি লিখতে বসেছি প্রেমের উপন্যাস,
তোমার চোখের ভাষা গুলোকে নিয়ে।
আমার মনের খাতায় আঁকতে বসেছি ভালোবাসার-
রং তুলি দিয়ে তোমার চোখের ছবি,
যা আজও এঁকে চলেছি সহস্র কল্পনা দিয়ে।