T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন জবা ভট্টাচার্য

জবা
“আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন”
মায়ের অলক্তরঞ্জিত পদতলে আশ্রিত
রক্তজবার কাছে পাঠ নিতে যাই সমর্পণের
কী অকুণ্ঠ নিগূঢ় অর্পণ তার!
সোহাগে, বিলাসে, গন্ধে অপারগতা
নয়নাভিরাম রূপ! সেখানেও শূন্যতা।
কেবল অনুপম আত্মনিবেদনে অবিচল।
চৈতন্যপরিক্রমার মত ভাবনা সফরে ফেরে
হঠাৎ ভীষণ ভয় করে—
ওর গাঢ় লাল তীব্রতার স্ফূরণে দেখি
শানিত ত্রিশূলে রক্তের ছোঁয়া
গেরুয়া রঙে সর্বত্যাগী সন্ন্যাসীর ছায়া।
ভেজামাটি গন্ধের মত প্রত্যাশার
হাত পেতে বসে আছে সন্তান, সংসার
বলতে পারিনা,— আমায় নিংড়ে নাও পিপাসু—
পালিয়ে আসি দ্রুত—
সমর্পণ কি এতই অনায়াস!!
হা হা হাওয়া ঘোরে রিক্ততায়
অন্ধকারে ওড়াই বাসনা পোড়া ছাই—