ক্যাফে কাব্যে জবা ভট্টাচার্য

পারিজাত
মেয়েমানুষ হয়ে জন্মেছিলি
ছাপোষা বিছানায়
কি পেলি রে জীবনভর মেয়ে?
বয়ে গেলি শুধু দায়।
গর্ভঘুম ভেঙে উঠলি যখন
দেখলি সমাজ ছেলেই চায়
ছেলেই তো সমাজ ,সংসার, বংশ রক্ষক
মেয়ে আলোকসামান্যা মানবী তো নয় ।
বাপের ঘরে বাবার পদবী, স্বামী ঘরে তার
পুরুষ ই তোর ভাগ্য গড়ে,
ভুলেও কখনও স্বাধিকার গড়তে গেলে
ঘর জুড়ে তোর পোড়া ছাই ওড়ে।
তবুও বারেবারে, সবুজ ঘাসের মতো
ভালোবাসার টানে
আকাশচুম্বিত পুরুষ আঁকিস আনমনে
অলীক সম্মোহনে ।
ভেঙে ফেল এবার,আছে যা অন্দরে বন্দী
কাঁটাতারের ঘেরে
কিল খেয়ে কিল হজম করিস না রে মেয়ে
মরিস না বেঘোরে।
মীরা নয় , তুই রাধাই হবি
মুরারী আকাশনীলে
প্রভুত্ব নয়, তপস্যা হবি পুরুষের
ভালোবাসার অন্তমিলে।