T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় জবা ভট্টাচার্য
by
·
Published
· Updated
আমি ও রবীন্দ্রনাথ
আজ তোমার জন্মদিন, হে বন্ধু, হে পরাণসখা,
সারাদিন ফুল, মালা , কবিতা , গানে তোমায় স্মরণ।
কোলাহলে হারাও তুমি ক্ষণে ক্ষণ,তাই
আজ তোমার আমার ঘরের কোনে নিভৃত আলাপন ।
ভালোবেসেছি বন্ধু তোমায়, সেই কৈশোরে অমলের
সুধা হয়ে, যৌবনে অমিতের লাবণ্য, রঞ্জনের নন্দিনী,
অরুনেশ্বরের কমলিকা হয়ে। তোমার গানের বীণা,
কবিতার বাণী তুলে দিয়েছিলে আমার হাতে, মর্মে
গেঁথেছি তোমার সুর। আমার নির্জন হৃদয়াকাশে
জায়গা খুব সংক্ষিপ্ত কবি , সেখানে আমরা শুধুই পরস্পরকে স্পর্শ করে বসে থাকতে পারি অনন্তকাল।
অন্তর্লীন এক প্রেমের স্রোত বয়েযায়, আমাদের মাঝে।
বিশ্বপটে তোমার ভাস্বর মূর্তি পূজিত সকলের,
আমার তুমি একান্ত ব্যক্তিগত, একান্ত গোপনীয়।
জীবন ব্যেপে আছো তুমি, আছে তোমার অমোঘ বাণী।
আমার প্রাণের শিশিরভেজা করবীগুচ্ছে তোমায়
আদর করি , আনন্দচন্দনে চর্চিত করি রোজ।
তুমি সে আদর ফিরিয়ে দাও আমায় ভরিয়ে দিয়ে
তোমার সুরে গানে কথায় কথায়।
এমনই থাকো— বন্ধু হয়ে— প্রিয়সখা হয়ে
চিরদিন , ভালোবাসা নিয়ে , ভালোবাসা দিয়ে।