মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯০
বিষয় – মৌলিক
মৌলিক অধিকার
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা।
অন্ন ,বস্ত্র ,স্বাস্থ্য, শিক্ষা আমাদের মৌলিক অধিকার।
অধিকার ভোগ করতে একদল মানুষ হয়েছে পশু।
লোভ-লালসা হিংসায় জর্জরিত প্রাণ।
সমাজে যারা বিত্তশালী অধিকারের ঝাঁপি
ভরে উঠেছে তাদের ঘরে।
আর যারা নিপীড়িত দুঃখী মানুষ
চিরকাল ক্ষমতাবান মানুষের পায়ের তলাতেই থেকে গেল।
নিজেদের মৌলিক অধিকার কোনোদিন তারা ফিরে পেল না।
কোথায় সেই সংবিধান, কোথায় সেই গণতন্ত্র!
যার প্রতিটি পাতায় লেখা আছে মানুষের অধিকারের কথা।
সংবিধান আজ বড়ই পুরনো- সেকেলে ।
নতুন নতুন সংবিধান লেখা হয় রোজ, নিজের প্রয়োজনে।
জোর যার মুলুক তার— সেই দেশে ওটাই গণতন্ত্র।
কোথায় সেই সমাজ, কোথায় সেই আইন!
সমাজের গোড়ায় ধরেছে ঘুনপোকা।
আর আইন চোখে কালো কাপড় বেঁধে হয়েছে জন্মান্ধ।
আজ দিন এসেছে নিজের অধিকার বুঝে নেবার
সরব কন্ঠে বলরে সবাই—–
আমাদের বাক স্বাধীনতা চাই
আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ চাই
আমাদের মানুষ হয়ে বাঁচার স্বাধীনতা চাই।
অধিকার, নয় যে ছেলের হাতের মোয়া
অধিকার কেড়ে নিতে হয়
অধিকার ছিনিয়ে নিতে হয়।