কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

ঝড়
সমগ্র বনস্থলী কেঁপে উঠলে
বুঝি ঝড় এলো।
ঝড় আসে আমাদের ঘরের ভেতর, পাড়ায়।
ঝড় আসে পুকুরে।বন কেঁপে ওঠে। বন মানে
মানানসই সাজানো নয়,এলোমেলো গাছপালা।
বাইরে যে বিদ্যুৎ তরঙ্গবাহিত হয়ে আসে তা আমাকে আতংকিত করে।ভাবি এই তরঙ্গ শরীরে না প্রবেশ করে। বাইরের বিদ্যুৎ আমার অন্তর বশীভূত করে।
যদিও তার পর অনেক বৃষ্টি হয়।পাড়া ঠাণ্ডা হয়। আমাদের গাছ থেকে আলগা আমের মুকুল ঝরে মাটিতে।যদিও শক্ত আমগুলি পড়েনা।
ঘর আর বাইরের সব ধুলো উড়ে যায় আকাশের দিকে অথবা পুকুরে।
ঝড় শেষ হয়ে গেলে
দেখি আমাকে
আর দেশের
সব নারীকে কী অপূর্ব লাগছে পুনরায়।