কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

জল
আর ভালোবাসো না।একথা ভাবলেই চোখ থেকে শত শত প্রশ্ন ঝরে পড়ে।পাখি বলে বেশ তো ছিল।হঠাৎ কী হলো।জোনাকির দল আত্মরতি করে
সারা শরীর জুড়ে,বেশ তো ছিল।
স্রোতের মাথায় কাগজের নৌকো দিব্যি হেলে দুলে।সন্ধ্যাবেলা শঙ্খ বেজেছিল।পথে আলো।অনন্ত আনন্দ গান শুনে শিশুরা ঘুমিয়ে যেত মায়ের কোলের কাছে।কপালে চুমু খেয়ে যাওয়া সেই অপেক্ষার কাল।কুয়াশা এখন।
চারিদিক থমথম করে।ঘুষঘুষে জ্বর আশরীর।আলো নেই। বায়ু নেই।
সময় থমকে গেছে।
নজর কি লেগে গেছে এই বিশ্বে!