শ্যামাবতী গ্রামটি
নাম তার পান্তুমাই
কি অপরূপ রূপ তাহার
এমন গ্রাম কোথাও নাই,
গ্রাম নয় যেন এক
রূপবতী কন্যা
হৃদয় দিয়ে বয়ে গেছে
মায়াবতী ঝর্ণা।
আম,কাঁঠাল,আনারস,
পান সুপারির সারি
মুুগ্ধকর রঙ সাজানো
কত রঙের বাড়ী।
আঁকা বাঁকা রাস্তা আর
ছায়া ঘেরা গ্রাম,
বাংলাদেশে ছড়িয়ে আছে
শ্রেষ্ঠত্যের সুনাম।
ঝর্ণার শব্দে কাটে নিজুম রাত
মনোমুগ্ধকর হয় স্নিগ্ধ সুপ্রভাত।
ভোর সকালে পাখি গায়
কত সুরে গান,
শোনে জুড়ায় যে
হৃদয় মন প্রাণ।
বর্ষায় মাঝে মধ্যে রেগে গিয়ে
ছড়ায় সে বন্যা,
এতো অভিমান কোথায় পায়
মায়াবতী ঝর্ণা।
এ গ্রামের মানুষ বেশ
অতিথিপরায়ন,
মুগ্ধকর তাদের ভালোবাসা
কোমল তাদের মন।
বর্ষায় পান্তুমাই মুখরিত থাকে
হাজার দর্শনার্থী ঢলে,
মন পূর্ণতা পায় স্নান করে
মায়াবতী ঝর্ণার জলে।
দৃষ্টিনন্দন গ্রাম আর
কোথাও দেখি নাই
যত দেখি তাহার রূপে
প্রেম হারিয়ে যাই।