কবিতায় পদ্মা-যমুনা তে জারিফ আলম
by
·
Published
· Updated
দৃশ্যের মীমাংসা
শব্দের হাতে বন্দি মুখ আর চোখের ভাষা
মেঘে ছাওয়া আকাশে করুণ রোদ নামে
মুখে জমে ওঠে কালি ও কালিমার রংধনু
নান্দনিক অনুভবের ভঙিমা
নাচের মুদ্রা হয়ে যায়।
তোমাকে এখন পাবার বাসনায়
খুঁজতে গিয়ে ঘামবিন্দুর মতো
জমে ওঠে; চোখ আর মুখের মায়া।
চিত্রকরের রামধনু আঁকা ক্যানভাসে
নিঃসঙ্গতা সহজেই দাঁড়িয়ে যায়
নিজেকে আমূল উন্মোচনে।
গচ্ছিত এখন মানুষের নুডিজম
ভোরের নিঃসঙ্গ লালিত্য
দীর্ঘশ্বাসের লুপ্ত দুপুর
বাড়ন্ত কিশোরীর
অভিমানী মন।