T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় জয়িতা আচার্য

মায়ের আগমন
“মাগো তোমার আগমনী সুর তোলে প্রানে এক হিল্লোল –
খুশিতে বিভোর বসুন্ধরা আবেগে বিহ্বল !
মাগো তোমার মধুর রূপে মজে যায় ত্রিভূবন !
মৃন্ময়ী তুমি কৃপা কর সবে এই বলি সারাক্ষণ !
অশুভ থেকে শুভ’র দিকে আঁধার থেকে আলোকে …
মৃত্যুর থেকে অমৃতের পথে ! নিয়ে চল মাগো তব জয়রথে”।
সর্বজনীন, দশভুজা
মা আসছে যে…আনন্দ আর আনন্দ…
পেজা মেঘের ভেলায় চড়ে,
মেয়ে আসছে মায়ের ঘরে,
দশভূজার অপেক্ষাতে ব্যাকুল মন-প্রাণ,
আকাশে বাতাসে পূজোর সুর ভাসে..
কাশফুল মাথা তুলে দেয় দোলা, শেফালির ডালে পাখিরা আগমনীর গান গায়।
আশ্বিনের শারদ প্রাতে ,
দেবীপক্ষের আগমনীর সংকেত ; মহালয়া
শিউলি – পদ্মের গন্ধে চারিদিক আমোদিত ,
কাশফুলের কোমল শুভ্রতায় হেসে উঠে প্রকৃতি। আগমনী সুর কানে ভেসে আসে ঐ
শঙ্খ কাঁসর ঢাকের শব্দ।
নিজ সৃষ্টির পানে,শিল্পীরা সব ব্যস্ত।
খুশির দোলায় দোলে হৃদয় সবার ।
জেগে ওঠে প্রাণ,শরতের সোনা রোদে আকাশের হাসি..
মহাষষ্ঠীর পূর্ণলগ্নে, হবে মায়ের বোধন।
জগৎ জননী মা আমার তুমি দয়াময়ী
তোমায় প্রনমি, কড়জোড়ে ।।