T3 || ঈদ স্পেশালে || লিখেছেন জয়নাল আবেদীন
by
·
Published
· Updated
অন্তরীক্ষ
গগন তুমি অনেক দুরে,
অক্ষি মেলে বাতায়ন দিয়ে দেখি তোমায় ভোরে।
গগন তোমার বিশালতা যখন আমি দেখতে পাই
তোমার মাঝে স্বপ্নে আমি হারিয়ে যাই।
গগন তোমার বুকে সূর্য উদয় হয় ভোরে
মিষ্টি করে রৌদ্র ছড়িয়ে মুগ্ধ করে মোরে।
গগন তুমি বর্ষায় নীল হও কখনো করো মেঘাছন্ন দিন
অভিমানে কালো মেঘ জমিয়ে মন করো মলিন।
গগন তোমার বুকে সূর্য মেঘে করে লুকোচুরি খেলা
বেশ উপভোগ করো তুমি কাটাও দিনের বেলা।
আসমান ডাকি অন্তরীক্ষ ডাকি,ডাকি তোমায় আকাশ
বড় ভাগ্যবান তুমি তোমার বুকে মেঘবালিকার বাস।
দিনের শেষে সাজের বেলায় সাজো কত রঙে
দেখে আমি অবাক হই কত রূপ তোমার অঙ্গে।
সন্ধ্যায় সূর্যের আলো হারিয়ে হও যখন কালো
চাঁদ এসে তোমার মাঝে ছড়ায় তখন পূর্ণিমার আলো।
চাঁদের আলোয় জোছনা ছড়াও সাজাও অপূর্ব সাঝে
চাঁদকে বর সাজিয়ে বসাও তারার মাঝে।
গভীর রাতে থাকো যখন তুমি আমবর্ষায় চাঁদ হারা
বন্ধু হয়ে সঙ্গ দেয় তোমায় হাজারও তারা।
গগন তোমার খেলা দেখে মেঘ করে অভিমান
অভিমানে কেঁদে বৃষ্টি ছুঁড়ে পৃথিবীকে করিয়ে দেয় স্নান।
গগন তুমি হাসলে পৃথিবী হাসে অভিমানে হয় রাত
তোমার একটা মিষ্টি হাসিতে খুঁজে পাই সুপ্রভাত।