জড়িয়ে যাই এখন শুধু অনিয়মের বেড়াজালে
অস্থিরতার সুর নিয়ে কেটে যায় লোকায়ত দিন।
ভাবনার কাছাকাছি পৌঁছে গেছি বলে,
বয়ঃসন্ধির স্বপ্ন কামতাড়িত করে খুব।
হারানো ঘুড়িটার মতো হারিয়ে গেছি আমি
এমন দুর্ভবানা তাড়িয়ে বেড়িয়েছে কখনো।
কখনো ধুলো জড়ানো পথ আগলে ধরেছে;
মাখিয়ে দেয়া স্মৃতির এঁটো মুছে মুছে
আমি তো বেঁচে আছি ভীষণ রকম
এখন তোমার বিপুল উপস্থিতি।
অথচ তুমি জীবন থেকে দূরে;
সুরের বিউগলে জেগে থাকো।