মেহেফিল -এ- শায়র জাহাঙ্গীর ডালিম (নির্বাচিত কবিতা)

পথের সন্ধানে

ঘর ছেড়ে নেমেছি পথে,  পথের সন্ধানে,
রাজপথ, গনপথ,  অলিগলি, সরু আইলে
হাঁটতে হাঁটতে ডেকেছি সকলকে
ও পথ আমায় সঙ্গে নাও।

পথে পথে ঘুরে ঘুরে কেবলই খুঁজেছি
সোনালী স্বপ্ন আর প্রিয় শহর।
হেঁটে হেঁটে যেতে যেতে বলেছি –
ও স্বপ্ন আমায় দেখা দেও।

মেঠোপথ,  পোড়া ইটের রাস্তা পেরিয়ে
পদ্মপুকুর আর তার ও পরে শ্যামল রমণী,
আকাশে কাশ ফুল উড়াতে উড়াতে চেয়েছি
ও প্রানের শহর আমায় ঠাঁই দেও।

মেঘে মেঘে ছুটে ছুটে কতোটা গিয়েছি
রংধনু আকাশে ; মানুষের কথা
ভালোবাসার স্বপ্ন ছড়াতে ছড়াতে শুয়েছি
মাঁটির বিছানায়,  ও মাটি আমায় ঘুম দাও।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।