দিব্যি কাব্যিতে ইন্দ্রনীল তেওয়ারি

রাতের কাহন
আমাকে আকাশ দিও, শরীরে তোমার।
নিজেকে ছড়িয়ে দেব,নক্ষত্রের মতো।
তোমার উজ্জ্বল মুখ, ছুয়ে যাবে চাঁদ।
প্রেমের আধাঁর জুড়ে, জ্বলে যাব আমি।
ভোরের আলো জ্বেলে ছাই হয়ে গেলে
অন্ধকার ঢুকে যাবে,শরীরে আমার।
আমাকে আকাশ দিও, প্রেমিকা আমার।
তোমার রাতের ব্যাথা,মুছে দেব আমি।