কবিতায় পদ্মা-যমুনা তে ইকাবুল সেখ

ভাষা
একুশে ফেব্রুয়ারি
বাঙালির বুকটা গর্বে ভরে ওঠে।
রক্তাক্ত ভাইদের মরদেহ দেখে
আমার মায়ের বুকটা কান্নায় ভাসে।
শহীদ ভাইয়ের রক্তে প্রতিষ্ঠিত হলো,
বাংলা ভাষার অধিকার।
আকাশে বাতাসে মুখরিত হলো,
বাংলা ভাষার প্রতিটা অক্ষরের কোলাজ।
হাজার বুলেট আর বারুদের গন্ধ
বাংলা ভাষাকে এনে দিলে গৌরবময় এক স্বর্ণালী অধ্যায়।