কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

মুখোশ নয় মুখ
আমি একদিন অনেক দূরে চলে যাবো
লোকালয় ছেড়ে এই মুখোশের শহরের মিছে মায়া ফেলে৷
আমি যেদিক পানে চাই শুধু নানান রঙের
মুখোশ দেখতে পাই৷
অনেকদিন, অনেক সময়, সময়ের সাথে সময় যোগ করে সেই মুখোশ গুলো খুলে দিতে চেয়েছি নির্দ্বিধায়৷
পারিনি, শুধু উপহাস আর একাকিত্ব গ্রাস করেছে বেলা অবেলায়৷
তাঁরা জিতেছে বলে স্লোগান দেয় আমি দু-কান স্তব্ধ করে চুপচাপ বসে থাকি প্রচন্ড অভিমান নিয়ে নির্জন নিরালায়৷
কদাচিৎ কিছু মুখোখবিহীন মানুষ দেখি,
সখ্যতা হয় তাঁদের সাথে পূর্ণতায় ভরে উঠে জাপিতো সময়,
আলাপন আর আহ্লাদে জমে উঠে কানায় কানায়,
তখন আমাদের একযোগে প্রতিরোধ করার বাসনা
ফোঁটে উঠে সবার দৃঢ় প্রতিজ্ঞায়৷
তবে, একসাথে যুক্ত যুক্তিতে যাবার পূর্বেই যে যাঁর মতো মুখোশ পড়ে নেয় নতুন কারো প্ররোচনায় !
আমি তখন প্রচন্ড ক্ষুব্ধতায় দ্রুত হারিয়ে যেতে চাই অজানায় যেখানে মুখোশ নয় প্রকৃতির মুখ গুলো পরিস্কার দেখা যায়৷