|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় ইন্দ্রাণী সমাদ্দার
by
·
Published
· Updated
ভাষা
যে ভাষায় কথা
যে ভাষায় প্রেম
যে ভাষার জন্য গর্ব
যে ভাষায় প্রথম মা ডাকা ও শোনা
যে ভাষায় চিন্তা
যে ভাষার হাত ধরে অনুভুতিরা ডানা মেলে ওড়ে
সে আমার প্রাণের তৃষা
আমার মাতৃভাষা।