T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় ইকাবুল সেখ

আমার শবদেহ
আমার শবদেহ পোড়ানোর জন্য
তোমরা কোন আয়োজন করো না
ডেকো না কোন পুরোহিত, ঢাকি, আত্মীয়-স্বজন
চিতায় লাল চন্দনের গুঁড়ি, কালো বিড়ালের লোম, বেলপাতা এসবের আয়োজন করো না
তোমরা বরং আমার দেহটা টুকরো টুকরো করে কেটে
ফেলে এসো দূরে কোথাও
যেখানে শকুন কুকুরের দল এসেছে দুশ্চিন্তা মুক্ত হয়
বিশ্বাস কর এতে আমার কোন কষ্ট হবে না
মানুষে খুবলে খাওয়া মানুষের কোন কষ্ট থাকে না।
আমার শবদেহ চিতায় দিয়ো না।
কোন শকুন কুকুরের ভাগাড়ে ফেলে এসো,
যাতে তাদের ক্ষুধা নিবারণ হয়।