কবিতায় পদ্মা-যমুনা তে ইকাবুল সেখ

রক্তাক্ত অহংকার
মায়ের মতই আপন
আমার মাতৃভাষা।
ভাষাকে দিতে যোগ্য মর্যাদা
হয়েছে কত মায়ের বুক ফাঁকা।
রক্তের লাল রং
বাধাহীন নদীর স্রোত।
শূন্যে কান রাখলেই
বিপন্ন মানুষের তীব্র আর্তনাদ।
বিশ্বব্যাপী বাংলার স্বীকৃতি
অহংকারের একুশে ফেব্রুয়ারি।
অবচেতনার স্নায়ু ছুঁয়ে গেলে
যেন রক্তের কালচে দাগ
রক্তের গৌরবময় ইতিহাস।