কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

উন্মুখ
আমি একদিন অনেক কিছু করবো করবো বলতে বলতে চলে যাবো সব করা, সব পাড়া, সব জানা সেই মহা শক্তির ডাকে উদয়ের যবনিকায় লোহার পর্যস্কে চড়ে
নিয়মের নিয়ন জ্বেলে স্বীয়দের শয়নের আবির্ভাবের পূর্বেই চলে যাবো সব কোলাহল ছেড়ে৷
আমার ভিতর- বাহির আধার অন্দর
কিছুই চেনা হবে না তোমাদের, আমি তখন দেখবো না কিছুই শুধু এইটুকু বলি, আমি জানি অন্তিম যাত্রা খুব কাছে তাই এভাবে লিখে রাখি সাথে কিছুটা বিলাপ আর কিছু বিষাদ চিহ্ন রেখে যেতে চাইছি কোন এক মনখারাপের ক্ষণে তোমাদের সনে৷
আয় আয় বলে কতো ডেকেছে আপন রক্ত কিংবা প্রিয় কিছু আত্মরা যায়নি শুধু বুঝাবো বলে তোমাদের, এই যন্ত্রণার সপ্তপাতালে কিভাবে ছিলাম মলটে মোরা কপটতার খোলসে৷
আজ কিন্তু সত্যিই যেতে চাইছি বুঝাতে না পারা তোমাদের কিছু আশীর্বাদ দিয়ে সাথে অদৃষ্টকে কিছু ভৎসনা দিয়ে দিয়ে চলে যেতে উন্মুখ এই ধরা ছেড়ে অসীম পরলোকে৷