গারো পাহাড়ের গদ্যে ইব্রাহিম সিকদার

আবার একটু ভালোবাসা চাই
আবার একটু ভালোবাসা চাই,
ভালোবাসার অভাবে প্রেমের কবিতা নিয়েছে বিদায়।
সেই কবে অষ্টমীর সন্ধ্যায় তোমার চোখে চোখ রেখে, তুমুল ঝড় তোলা ভালোবাসার স্পর্শের পর, শুধু তুমি আর আমি নিয়ে কয়েক কোটি প্রেমের কবিতা লেখেছিলাম।
এভাবে কবিতা লেখতে লেখতে একদিন কবিতার প্রেমে পড়ে গেলাম। কবিতা আমাকে শুধু বিরহ দিলো, আমি আবার লেখতে থাকলাম একটার পর একটা বিরহের কবিতা।
তারপর একদিন তুমি আমাকে জানালে বিচ্ছেদের কথা, আমি ভালোবাসা ভুলে বিচ্ছেদের জ্বালা বুকে নিয়ে লেখতে থাকলাম আরো কিছু বিরহের কবিতা।
হঠাৎ একদিন বিরহ ক্লান্ত হয়ে আমাকে ছেড়ে চলে গেলো, আমি হয়ে পড়লাম একা মধ্য সাগরে মাঝি বিহীন ডিঙ্গি নৌকার মতো একা।