গারো পাহাড়ের গদ্যে ইব্রাহিম সিকদার

শেষাংশে

আমার শক্তি সামর্থ্য এক এক করে কমে এসে পৌঁছে গিয়েছে চুড়ান্ত ভাবে হারিয়ে যাবার দ্বারপ্রান্তে !
যেমন একটার পর একটা কুঠারীর আঘাতে
ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় সবুজ গাছ৷
তেমনি আমার শেষাংশের নির্জনতা শুরু হয়ে গেছে !
নিভৃতে চেয়ে চেয়ে থাকি অপলক দৃষ্টিতে,
মনের ভিতর কতো প্রশ্ন ছেয়ে যায়৷
কেউ কেউ আমার নিরবতার হেতু বুঝে একটু দূরে দাঁড়িয়ে আফসোস করে চোখের জল ফেলে, আবার কেউ, কারোর অনুভূতিতে আমার এই আত্মচিৎকার পৌঁছায় না৷
জীবন কতো সুন্দর !
কতো গল্প করা যায় আগামীর কাছে;
ভেবে ভেবে জীবনের কতো সুখস্মৃতি৷
আমি শুধু বলে যাই করুণ কাহিনী যা জীবনের পরাজয় বলে গণ্য অথবা তাঁদের কাছে নিয়তির মর্মান্তিক অধ্যায়৷
জীবনবোধ শিখেও বসে বসে কাটাই কতশত অর্থহীন সময় !
ইচ্ছে পাখিরা ডানা মেলে না নীল আকাশে; শুধু অলস দিনগুলো গুনতে গুনতে স্মৃতির ভেলায় হারিয়ে যাই প্রিয় সময়ে৷
হারিয়ে যাই খুব প্রিয় হারিয়ে ফেলা কিছু আপনজনের মুখের প্রতিচ্ছবিতে৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।