কবিতায় পদ্মা-যমুনা তে ইকাবুল সেখ

পোড়া গন্ধ ছুটছে
আমি বেঁচে আছি
তবুও আমার গা দিয়ে পোড়া পোড়া গন্ধ
আমাকে চ্যাং দোলায় ঝোলাতে ঝোলাতে
শ্মশানে নিয়ে যায়নি।
চিতার উপরে রেখে আমায় কেউ মুখাগ্নি করেনি
অথচ আমি পুড়ছি
বাতাসে গন্ধ ছুটছে আমার গা থেকে….
আমি বেঁচে আছি কিন্তু আমি পুড়ছি
হৃদয়টা পুড়ে কয়লার মত কালো হচ্ছে
এ আগুন পানিতে নিভবে না।
প্রিয় তোমার দূরত্বে এ আগুনের সৃষ্টি,
এসো কাছে সময় অসময়ের কারণে অকারণে।
নইলে আমি পুড়ে ছাই হয়ে যাবো।
এখন আমি পুড়ছি……
পোড়া গন্ধ ছুটছে, ছুটছে আর ছুটছে।