কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

আকাঙ্ক্ষা
কাক ডাকা ভোরে জেগেছি দিনের প্রথম আলো গায়ে মাখবো বলে, জেগেছি রোদ ঝনঝন দুপুর দেখবো বলে, দেখবো বলে সন্ধ্যার মিষ্টি আলোক ছটা কাটিয়েছি কতো ক্লান্তিকাল, স্নিগ্ধ দিনের অপেক্ষায়৷
আমার ভোরের উচ্ছলতা দেখে বিবাদে জরিয়েছে তাঁরা, আমি হেসে উড়িয়ে দিয়েছি কখনো কখনো৷
বলেছি, এই দেখো আমার উদ্দীপনায় তোমারা সামিল হয়ে বিবাদে জরিয়েছো, শান্ত হও, শান্ত হও৷
ওদিকে প্রান্তিক পাখিরা আমার সাথে উড়বে বলে জেগে বসে আছে আমার মতোই খুব ভোরে, তাঁদের ডানায় আমার ডানা ঘেঁষাঘেঁষি করে উড়বে বলে সুপ্ত বাসনায় বিভোর রয়েছে আমার থেকে কিছুটা দূরে৷
আহা, আকাঙ্ক্ষা কতো দূরে নিয়ে যায় স্বপ্ন দেখার মিশিলে, কতো যোগ-বিয়োগ হয় চলার পথে তবু একে অন্যর হাতের তালুতে হাত রেখে কি দারুণ ভরসায় পাড়ি দিতে চায় অনেকটা পথ৷
আর আমি সেই ভরসাকে ভালোবেসে তাঁদের কাছে টানতে টানতে দেখি দিনের প্রথম প্রহরে শুরু হয়ে গেছে ঝড়, তখন ভয়ে আর উৎকন্ঠায় অঝোরে কেঁদে কেঁদে জানান দেই আজো হবে না দেখা রোদ ঝনঝন দুপুর কিংবা মিষ্টি সন্ধ্যা তোমাদের সাথে নিয়ে৷