কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

মুক্তি

আমি একদিন বেপরোয়া হবো,
সব বাধাবিপত্তি, আশা আকাঙ্ক্ষা পেছনে ফেলে
মুক্তির তুষ্টিতে ছুটাছুটি করবো শহরের অলিগলি৷
নবকলিকায় আমার শরীরে আসবে আবার নবযৌবন,
আমার চোখে থাকবে সেদিন মুক্তির নিশান৷
আমি নিষ্প্রভ প্রকৃতির কানে পৌঁছে দিবো সজীবতার বারতা৷
আমি সেদিন চাকচিক্যময় পোশাকী জীবন ছুড়েফেলে চলতে থাকবো আনন্দে আত্মহারা হয়ে৷
আমার চঞ্চলতায় হার মানবে যৌবনের সব গল্প-গাথা !
পিছন থেকে ভিন্ন হেতুতে কেউ টান দিলে আমি চিৎকার চেচামেচি করে বলে উঠবো এখন আর আমি বন্দী নই,
আমি মুক্ত৷
এখন আমি কবিতা লেখি স্বাধীনতার ,
আমি এখন স্বপ্ন দেখাই মুক্ত পথে আপন গতিতে হাঁটবার৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।