গারো পাহাড়ের গদ্যে ইব্রাহিম সিকদার

শেষ লগ্নে
ঘোরের মধ্যে থাকো তুমি বুঝতে চেয়ো না কোথায় যাচ্ছ, বুঝতে চেয়ো না যেখানে যাবে সেখান থেকে আর ফেরা হবে না তোমার!
এটা ভেবে ভেবে চলে যাও যে তোমার মতো অনেকেই গিয়েছে চলে পেছনেও অনেকে লাইন দিয়ে আছে চলে যাবার পথে৷
তুমি হিসেব করতে যেও না কতোটা ভালবাসা যেতো, কতোটা অভিমান করা যেতো জাগতিক জীবনে, তোমার আপনজনদের বা চলার পথে সাথীদের সাথে৷
তুমি চলে যেতে যেতে মনে করো রেখে গেলে কি, কারা তোমার সমাধিতে অশ্রুসিক্ত হয়ে মূর্ছা যাবে, সেই দিনের কথা ভাবো যেদিন তুমি আগলে রেখেছিলে তোমার পৃথিবীর সব আপন পর দৃশ্যমান সকলকে!
তুমি মনে করে করে মিলিয়ে যাও যে’টুকু তোমার অর্জন যে’টুকু তোমার পাপ্য পেয়েছ যা, যে’টুকু লেখা ছিলো তোমার ললাটে, সে’টুকু মনে করেই আস্তে আস্তে মিশে যাও গোধূলিতে!
মিশে যাবো আমরাও অন্ধকারে, সেদিন হয়তো একটু দূরে হয়তো বা খুব কাছে তবে তোমার মিলিয়ে যাওয়ায় যে মর্মবাণী বাজে মনে তা আমাদের সবার ললাটে লিখা হবে কি না কে জানে ?
ধবধবে সাদা থালার মতো চাঁদের আলোর কথা সবাই একটু হলেও মনে করে, ফিরে যেতে চায় তার রেখে যাওয়া সেই সব জোছনা রাতে৷
তুমি যাচ্ছ যাও ফেরাতে পারবো না জানি, আমরাও আসবো এভাবেই ঘোরে অথবা জ্ঞানে, তবে তুমি যাও না বুঝে অনেক কিছুই, যা বুঝতে চাইলে যেতে চাইবে না আর তখন আমাদের কি হবে আমরা কিভাবে বিদায় দিবো তোমার আকুতি মাখা মুখের পানে তাকিয়ে৷
তুমি যাও আমাদের ভালবাসা নিয়ে,
ভালবাসার ঘোরে পড়ে৷